Posts

পত্র লেখা

                                    পত্র লেখা                           সম্পাদক : সন্দীপ দাস    সম্পাদকের কলমে : প্রথমেই সকল লেখক ও লেখকদের ধন্যবাদ জানাই ।। আপনাদের সাহায্য ছাড়া এই প্রকাশ  করা অসম্ভব ছিল ।।  পত্র যা শুধু একটি ভাব আদান প্রদানের মাধ্যম ছিল তা নয় , এটি সাহিত্যের দুনিয়ায় চিঠির ভূমিকা ছিল বিশাল ।।  'পত্রলেখা' লেখক সূচি :  ক. গেস্ট লেখক : ১. বাপ্পাদিত্য পান্ডে  ২. সচিন্দ্রনাথ রানা খ. বাকি লেখকগণ :  ৩. নাজিমা পারভীন  ৪. দোলা ঘোষাল  ৫. প্রবীর চক্রবর্তী  ৬. পৃথা ব্যানার্জি  ৭. মৌসুমী ভৌমিক  ৮. নারায়ণী দত্ত ৯. শ্যামাপদ মালাকার  ১০ . কৃষ্ণেন্দু দাসঠাকুর  ১১. অনিতা ঘোষ  ১২. পায়েল খাড়া  ১৩. জয়দীপ রায়  ১৪. নিজামুদ্দিন মোল্লা ১৫. ফিরোজ আখতার  ১৬ . অর্জুন  ১৭. চন্দ্রাবলি ব্যানার্জি ১৮. শুভম গাঙ্গুলী  ১. হৃদয়ের অনন্যা             হেমন্তের সোনালি দুপুর এলেই জানলায় চোখ রেখে আজও চেয়ে থাকি ঝরা পাতার মোরাম বিছানো ঐ ফাঁকা রাস্তায় তুমি আসবে বলে।কথা ছিল অচিরেই একদিন প্রাক শীতের ওড়না উড়িয়ে এসে ভরিয়ে দে
Recent posts